শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল বলেছেন, বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয় তখন মুক্তিযোদ্ধারা জানতো না যে, নয় মাস যুদ্ধ করতে হবে। আবার মাত্র নয় মাসেই যে পাকিস্তানি বাহিনী হেরে যাবে এটাও তারা ভাবেনি। তাই আমি বলব, স্বাধীনতা যদি মূল্য দিয়েই কিনতে হয় তাহলে বাংলাদেশের চেয়ে বেশি মূল্য দিয়ে কেউ কেনেনি।
সোমবার (১ মে) সিরাজগঞ্জে ‘মুক্তির সংগ্রাম’ ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, আজ এখানে এত সুন্দর একটি ভাস্কর্য উদ্বোধন হলো এবং আমি এর সাক্ষী হতে পারলাম এটা অনেক বড় পাওয়া। আমি ভবিষ্যতে বলতে পারব, এই ভাস্কর্য উদ্বোধন দেখার সৌভাগ্য আমার হয়েছিল।
তিনি বলেন, এই যমুনার পাড়ে উন্মুক্ত বাতাসে যে নিশ্বাস নিচ্ছি এবং এই নিশ্বাসে যে অক্সিজেন পাচ্ছি তা ঢাকা শহরের বাতাসে পাই না। ঢাকায় তাকালেই ভবন। আর এখানে যমুনার এই পাড়ে এসে এত ভালো লাগছে যে, বলার মতো নয়।