পাহাড়ে হাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের হালুয়াহাটি গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ মে) বন বিভাগের বালিজুড়ীর রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাণীশিমুল ইউনিয়নের হাতিবর টিলাপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে মো. আব্দুল হামিদ (৫০)।
বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্র থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে একদল বন্যহাতি ওই গ্রামের বোরো ধানখেতে নেমে আসে ও পাকা ধান নষ্ট করে। এ সময় সংবাদ পেয়ে এলাকাবাসী লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করে। পরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক হামিদ গুরুতর আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. রবিউল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মন্তব্য করুন