ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি, ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ মে ২০২৩ , ১১:২৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হানা দিয়ে ৭০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ মে) বিকেল ৩টায় দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটের কাছে লাভলুর ট্রলারে এ ডাকাতি হয়।

জানা যায়, মানিকগঞ্জের আরিচাঘাটে গরু বিক্রি করে নগদ টাকা নিয়ে গোয়ালন্দ, রাজবাড়ী, ফরিদপুরের প্রায় ৫০ জন ব্যবসায়ী ট্রলারে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। এ সময় স্পিডবোটে ৮-১০ জন ডাকাত ওই ট্রলারে হামলা চালায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানায়, গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন মৃধাডাঙ্গা গ্রামের শফি মৃধার ছেলে হান্নান মৃধার পাঁচ লাখ টাকা, ছোটভাকলা ইউনিয়ন নলডুবি গ্রামের মরহুম পরশ উল্লার ছেলে দবির উদ্দিন ফকিরের এক রাখ ১০ হাজার টাকাসহ প্রায় ৭০ লাখ টাকা লুট করেছে ডাকাত দল।

তারা আরও জানায়, ডাকাত দল বন্দুক, রামদা ও চাকু দিয়ে আঘাত করে ব্যবসায়ীদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে বেশ কয়েকজন  ব্যবসায়ী আহত হয়েছে।

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবির জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটের কাছে ট্রলারে ডাকাতির খবর পেয়ে ডাকাত দলকে ধাওয়া করলে তারা স্পিডবোট নিয়ে মাওয়া ঘাটের দিকে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |