ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলা, সাত শিক্ষককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ , ১১:৩২ এএম


loading/img
ফাইল ছবি

কুমিল্লার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে এক কেন্দ্র থেকে সাত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩ মে) উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন  রামমোহন তমিজিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান, ধনুয়াইশ উচ্চবিদ্যালয়ের শিক্ষক খোরশেদা বেগম, এগারগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, আবুল বাসার, বরুড়া উপজেলার গালিমপুর টি সি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার, মো. নোমান আহমেদ এবং রাজামারা আলিম মাদরাসার শিক্ষক জামাল হোসেন। 

বিজ্ঞাপন

নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা জানান, ওই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে সাত শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আসে। পরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় তাদের পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |