গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৪ মে) কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ খান শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনির আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রাসেল (৩৬)। আহত ব্যক্তির নাম মো. জাহিদ হাসান (৩৮)।
পুলিশ জানান, খুলনা থেকে রাসেল ও জাহিদ মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণে যান। ভ্রমণ শেষে খুলনায় নিজ বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় তাদের মোটরসাইকেলটি উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে রাসেল ও জাহিদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহিদকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।
ওসি মো. শরিফুল ইসলাম জানান, বুধবার সকালে হাসপাতালে একজন মারা গেছেন। পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রাসেলর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।