ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মহেশপুর সীমান্তে ২০ সোনার বারসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ মে ২০২৩ , ১২:৪০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার পলিয়ানপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর পলিয়ানপুর গ্রামের সাদির আলী মণ্ডলের ছেলে আছানুর (৪৮) এবং চয়েন মণ্ডলের ছেলে নবিছদ্দি মণ্ডল (৫৮) ।

বিজ্ঞাপন

বিজিবি- ৫৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দুইজন ব্যক্তি মহেশপুরের পলিয়ানপুর এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে। এরপর পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল কাজীরবেড় গ্রামের খোলা মাঠের মধ্যে তল্লাশি চৌকি স্থাপন করে। এরপর রাতে দুইজন ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শূন্য লাইনের দিকে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সোনার বারগুলো আসামিদের কোমরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। জব্দকৃত সোনার বারের মূল্য এক কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে সোনা পাচারের দায়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |