ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মহাসড়কে পড়ে ছিল বাইসাইকেল আরোহীর মরদেহ 

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ মে ২০২৩ , ১০:১০ এএম


loading/img
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে মাইক্রোবাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (৮ মে) তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাতে ওই ইউনিয়নের কালান্দিগছ বাইপাশ এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি আজিজনগর এলাকার মৃত আবদুল মজিদের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। 

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয়রা বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় ওই বাইসাইকেল আরোহীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রোববার রাতে এ ঘটনার পর মাইক্রোবাসটিকে সড়কের পাশে রেখে পালিয়ে যায় চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |