সংসদ ভেঙে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ মে) বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন আর ১০ দফা নয়, দফা একটাই এই সরকারের পদত্যাগ। এই সরকারের আমলে আমাদের ৬০০’র বেশি নেতাকর্মী খুন হয়েছেন। ইলিয়াস আলীসহ শত শত নেতাকর্মী গুম হয়েছেন।
তিনি আরও বলেন, তারা দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ অসহায়। সারের দাম কয়েকগুণ বেড়ে গেছে। মানুষ মাছ খেতে পারে না, মাংস খেতে পারে না।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক প্রমুখ।