ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুলও মারা গেছেন

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ মে ২০২৩ , ১২:৫১ পিএম


loading/img
নিহত আশরাফুল ইসলাম

অভ্যন্তরীণ কোন্দলের জেরে নরসিংদী জেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২৩) মারা গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল সদর উপজেলার সিটিপাড়া গ্রামের নাজমুলের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, একই ঘটনায় বৃহস্পতিবার (২৫ মে) রাতে গুলিবিদ্ধ অবস্থায় সাদেকুর রহমানকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদেকুর নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২৫ মে) নরসিংদী জেলা বিএনপির কার্যালয়সংলগ্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিল ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হন পদবঞ্চিত সাদেকুর ও আশরাফুল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |