শিক্ষাবিদ ও ফোকলোর গবেষক অধ্যাপক ড. মাযহারুল ইসলাম তরু চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
ড. তরু ১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বাংলায় স্নাতক (সম্মান), ১৯৯৪ সালে স্নাতকোত্তর, ১৯৯৯ সালে এমফিল ও ২০০২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
নবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু ড. তরুর। পরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ২০০৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
দীর্ঘ ১৬ বছর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ড. তরু ২০২১ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ নিযুক্ত হন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ওই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হয় তার।