ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিউটি হত্যা মামলায় অভিযুক্ত চারজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ মে ২০২৩ , ০৪:৩৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

অন্তঃসত্ত্বা বিধবা বিউটি খাতুন (২৫) হত্যা মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আমির হোসেনের ছেলে স্বপন (৩৭), মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মমিন (৫৫), মমিনের স্ত্রী আনু বেগম (৪০) এবং আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৮)।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ২০১৮ সালের ১৩ মে রাতে বিউটি খাতুন ঘুমিয়ে পড়েন। রাতে বিউটির মা কোমেলা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখেন তার মেয়ের ঘরের দরজা খোলা। বিউটিকে নাম ধরে ডাকলেও কোনো সাড়াশব্দ না দেওয়ায় বিউটির মা শরীরে হাত দিয়ে ডাকাডাকি করেন। চিৎকার শুনে বিউটির পরিবারের সদস্যরা ঘরের আলো জ্বালিয়ে বিউটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে বিউটির বাবা সাচ্চু মিয়া এনায়েতপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

তিনি বলেন, মামলাটি থানা পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ পিবিআই তদন্ত করতে থাকে। তদন্তের প্রায় দুই বছর পরে বাদির আবেদনে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরও বলেন, তদন্তের একপর্যায়ে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুককে (২৮) গ্রেপ্তার করা হয়। ফারুকের দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চলতি বছরের ২৩ ও ২৫ মে রাতে সন্দেহজনক তিনজনকে গ্রেপ্তার করে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |