বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাসভবন এবং বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩১ মে) বিকেল পৌনে ৫টায় সদর উপজেলার চিনিশপুরের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে দুর্বৃত্তরা খায়রুল কবির খোকনের বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ভয়ে বাড়ির কেয়ারটেকার জাকির পালিয়ে গেলে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বাড়িটির দ্বিতীয় তলায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মান্নান আনসারী জানান, ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এসেছে। আমরা বাড়িতে প্রবেশের সময় দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পেয়েছি।