ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ০৮:৩১ পিএম


loading/img
ছবি : আরটিভি

জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেছে সংগঠনটি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ রংপুর শাখার সভাপতি তুর্য শুভ্র, বাসদ রংপুর জেলার সদস্য অমল কুমার সরকার, ছাত্রফ্রন্ট মহানগর শাখার সংগঠক বিপ্লব।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, বাজেটের বেশির ভাগ অর্থ জোগান দেন সাধারণ জনগণ। কিন্তু বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি জনগণের স্বার্থ প্রতিফলিত হয় না। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা বেড়েছে। দেশে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগ খুবই অপ্রতুল। শিক্ষাখাতে যে বাজেট বরাদ্দ হয় তা শিক্ষার সংকট নিরসনে যথেষ্ট নয়। শিক্ষার মূল অংশ এখন বেসরকারি ধারা।

ছাত্রফ্রন্ট নেতারা বলেন, শিক্ষার ব্যয় বহন করা কষ্টসাধ্য। শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। ক্যাম্পাসগুলোতে ক্লাসরুমের সংকট, শিক্ষক সংকট, লাইব্রেরিতে বই সংকট, হল সংকট, পর্যাপ্ত গবেষণার জন্য বরাদ্দ নেই বললেই চলে। এসব সংকট নিরসনে এবারের জাতীয় বাজেটে ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।

মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দ রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |