ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শ্যামলীর বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জুন ২০২৩ , ০২:৪৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ২০ তলা ভবনটির ৭ম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাত ১১টা ২৫ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। রাত ১১ টা ৩৫ মিনিটে ১ম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে মোট ১৩টি ইউনিট পাঠানো হয়। এ ছাড়া পুলিশ এবং র‍্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।

আনোয়ারুল ইসলাম আরও জানান, ২০ তলা ভবনের সপ্তম তলা পর্যন্ত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এর ওপরের প্রতিটি তলা আবাসিক। হাসপাতালগুলো থেকে রোগীদের নামিয়ে আনা হয়েছে। ভবন থেকে ২৩ জনকে নামিয়ে আনা হয়। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই আহত ছিলেন। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ১২ জন পুরুষ। তাদের মধ্যে ৬ জনকে টিটিএল দিয়ে নামানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |