ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ফেসবুকে পোস্ট নিয়ে মিরপুরে সংঘর্ষ

আরটিভি নিউজ

রোববার, ০৪ জুন ২০২৩ , ১১:৪৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (৪ জুন) রাত ৮টার দিকে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মিরপুর ১৩ নম্বরে পুলিশ স্টাফ কলেজের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়েছে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। 

তিনি জানান, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। হামলাকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, হাফিজ সিরাজী নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাস থেকে ঘটনার শুরু। গত শুক্রবার দুপুর ১২টা এক মিনিটে এ অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিলে রোববার সন্ধ্যায় মিরপুর ১৩ নম্বরে করেকজন সন্দেহ করে একজনকে আটক করে। এ সময় কয়েকজন যুবক তাকে মারধর করলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে। এরপরই সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবক ফেসবুকে ‘হাফিজ সিরাজী’ নামে ভুয়া আইডি থেকে কয়েক মাস ধরে মহানবী (সা.)-কে নিয়ে নানা কটূক্তি করে আসছেন বলে অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি সেসব পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। 

বিজ্ঞাপন

রাত পৌনে ১০টার দিকে কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম বলেন, মহানবিকে নিয়ে কটূক্তি করেছে- এমন অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে জনতা। তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এর ফলে আমাদের ওপর হামলা করেছে। এখনো থেমে থেমে হামলা করা হচ্ছে। কতজন আহত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |