জামালপুরের বকশীগঞ্জে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৪ জুন) বিকেলে উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় সেতুর পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেলে মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের সেতুর পাশে তোফাজ্জল মাস্টারের পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখা যায়। তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।