আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (১০ জুন) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন প্রজ্ঞাপন দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
জানা গেছে, শনিবার (১০ জুন) মধ্যরাত থেকে আগামী মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় কোনো মোটরসাইকেল চলাচল করতে পারবে না। রোববার (১১ জুন) মধ্যরাত থেকে সোমবার (১২ জুন) মধ্যরাত পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ গাড়ি, পিকআপ, প্রাইভেটকার ও ইজিবাইক চলাচল করতে পারবে না।
এদিকে অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যটকের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল থাকবে। এর বাইরে জরুরিসেবার সঙ্গে যুক্ত যেমন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ, সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। বাকিরা পুরুষ ভোটার।
তিনি আরও জানান, ২৮৯ কেন্দ্রের ১ হাজার ৭৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।