• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

তিতাস নদীর পাড়ে যুবকের মরদেহ, পকেটে চিরকুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৩, ১১:১৭
তিতাস নদীর পাড়ে যুবকের মরদেহ, পকেটে চিরকুট

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড় থেকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে শহরের পূর্বপাইকপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি শহরের কালাশ্রীপাড়া এলাকার মৃত অশোক সাহার ছেলে সুমন সাহা (৪২)।

পুলিশ জানায়, বুধবার সকালে শহরের পূর্বপাইকপাড়া এলাকার তিতাস নদীর পাড়ে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় সুমনের মরদেহ পড়ে ছিল। এ সময় সংবাদ পেয়ে স্থানীয়রা জড়ো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনের টি-শার্টের পকেটে তার আত্মীয়-স্বজনদের অত্যাচার, নির্যাতন এবং পারিবারিক কলহের বিষয়ে তাকে বিভিন্ন হুমকির বর্ণনা করা চিরকুট ছিল।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে চিরকুটটি তার নাকি হত্যাকারীদের কারও হাতে লেখা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড