বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে সুরমা, জাদুকাটাসহ সব নদ ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জুন) জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
কৌশলী মামুন হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬১ সেন্টিমিটার নিচ পর্যন্ত প্রবাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বৃষ্টিপাতের কারণে সব নদ-নদীর পানি বাড়ছে। কিন্তু বন্যার কোনো আশঙ্কা নেই। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।