ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইনানী সৈকতে পড়েছিল মাথাবিহীন মরদেহ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ , ০১:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথা বিচ্ছিন্ন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জুন) ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় সৈকতে মরদেহ ভেসে আসতে দেখতে পান স্থানীয়রা। 

সৈকতে দায়িত্বরত বিচকর্মী মো. তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পাটোয়ারটেক এলাকার উত্তর পাশের সৈকতে মরদেহটি ভেসে আসে। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ইনানী ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে।

বিজ্ঞাপন

মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে সৈকত থেকে একটি মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |