সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে দুজন জেলের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাদের নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী ও দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল (৪২)।
বিজ্ঞাপন
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাসান আহমদ জানান, বৃহস্পতিবার সকালে বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গেলে তাদের ওপর বজ্রপাত হয়।