ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ জুন ২০২৩ , ০২:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৯ জুন) সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের খেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম ইউসুফ আলী (৬০)। তিনি পেশায় একজন পাথর ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে করতোয়া নদীতে মাছ যান ইউসুফ। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি জানান, সোমবার সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় ইউসুফ মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |