ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ জুন ২০২৩ , ০৩:৩১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়েছে। ইতোমধ্যে ছাতক পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৯ জুন) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময়ে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 

বিজ্ঞাপন

প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জের সুরমা নদীর পানি ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলার বড় কয়টি হাওড় এখন খালি থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |