সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানির স্রোতে দুই শিশুসন্তানসহ এক নারীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ-সংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতু নিচে ভাঙা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান দুই সন্তানসহ মা। নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।
শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, নিখোঁজ হওয়া নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকেরাও রয়েছেন বলে জানান তিনি।