ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

‘কোনো অপশক্তি জাতীয় নির্বাচন রুখতে পারবে না’

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জুন ২০২৩ , ১১:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন কোনো অপশক্তি রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

খায়রুজ্জামান লিটন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনগুলো যেভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনও সেভাবে অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি জাতীয় নির্বাচন রুখতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের কল্যাণ করতে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক।

এর আগে সকালে কুমারপাড়ার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |