নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছোট বোন হুমাইরাকে (৭) বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন বড় বোন হাবিবা আক্তার (৮)। এতে পানিতে ডুবে দুই বোনেরই মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হাজিরটেক কওমি মাদরাসার শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো বোন।
জানা যায়, মাদরাসা ছুটির পর দুই বোন বাড়ি ফিরছিল। পথে মাদরাসার পাশের নদীতে গোসল করতে নামে। এ সময় হুমাইরা ডুবে যায়। তাকে তুলতে যায় হাবিবা আক্তার। তারা দুজনই পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।