ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

‘প্রধানমন্ত্রীর জন্যই আমরা তথ্য অধিকার আইন পেয়েছি’

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ , ০৫:৩৮ পিএম


loading/img

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর জন্যই আমরা তথ্য অধিকার আইন পেয়েছি। যার কারণে দেশের প্রত্যেকটি নাগরিক তথ্য পাওয়ার অধিকার রাখে। দেশের বেসরকারি চ্যানেলগুলোতে যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেটি যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। এ ছাড়া পঞ্চগড় জেলার মানসম্মান যেন অক্ষুণ্ন রাখতে পারি, সে বিষয়ে আমি সতর্ক থাকব।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে আমাদের রুখে দিতে হবে।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করবেন। পর্যায়ক্রমে পঞ্চগড়েও হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী। ছাত্রলীগের সব নেতাকর্মীকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |