ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বন্ধুদের সঙ্গে নদে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জুন ২০২৩ , ০৫:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জুন) দুপুরে নিখোঁজ হন ওই কিশোর। 

নিখোঁজ সিয়াম (১৫) সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের একটি ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |