ব্রহ্মপুত্র নদের চোরাবালিতে আটকে প্রাণ গেল যুবকের 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ , ০৬:১১ পিএম


ব্রহ্মপুত্র নদের চোরাবালিতে আটকে প্রাণ গেল যুবকের 
ফাইল ছবি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চোরাবালিতে আটকে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর থানা এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২৫) সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নুসরাত জাহান লিপি এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে শারফুল নগরীর থানার ঘাট এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসলে নেমে চোরাবালিতে আটকে চিৎকার করতে থাকে। তবে, তার বন্ধুরা মনে করে শারফুল মজা করছে। এমনটি ভেবে তার কাছে কেউ যায়নি। এদিকে, আস্তে আস্তে শারফুল তলিয়ে গেলে তার বন্ধুরা ভয়ে নদ থেকে উঠে লোকজনকে ডাকাডাকি করেন। পরে সবাই মিলে ঘণ্টাখানেক খোঁজার পর চোরাবালি থেকে মৃত অবস্থায় তাকে তুলে আনেন। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি কেউ থানায় জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission