সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বামী মুকুল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ।
এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার সদর থানার ত্রিমোহনী বারখাদা এলাকায় সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার র্যাব যৌথ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি মুকুল হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মুকুল হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করেছে, ভিকটিমকে ২০০৮ সালে বিয়ে করে মুকুল হোসেন। স্বামীর সঙ্গে সংসার করার সময় তাদের মধ্যে বনি-বনা না হওয়ায় ২০২০ সালে মুকুল হোসেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। মুকুলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে ভিকটিমকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে মুকুল। এ ঘটনায় ভিকটিম ও মুকুলকে আশপাশের স্থানীয় লোকজন আটক করে। স্থানীয় লোকজন তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করলে মুকুল হোসেন মোবাইল ফোনে কথা বলার ভঙ্গিতে গোপনে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে গত ১৬ মার্চ মুকুল হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। সোমবার তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।