ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

একসঙ্গে ৪ শিশুর জন্ম দিলেন গৃহবধূ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ , ০৪:৩৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে একই সঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তার নাম রোমানা আক্তার (২০)। স্বামী শেখ নয়ন মিয়া। বাড়ি শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের ধানধারা এলাকায়।

বিজ্ঞাপন

সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে ঘিওরে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার শিশুর জন্ম দেন তিনি। চার শিশুর জন্মের পর ওই গৃহবধূ সুস্থ আছেন বলে জানা গেছে।

চার শিশুর জন্ম হওয়ায় পরিবারটিতে খুশির জোয়ার বইছে। অন্যদিকে খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সন্তানদের বাবা কৃষক শেখ নয়ন মিয়া। ২০২১ সালে একই ইউনিয়নের হাপানিয়ার বাবুল মিয়ার মেয়ে রোমানার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। 

বিজ্ঞাপন

নয়ন মিয়া বলেন, জন্মের পরপরই বাচ্চাদের ইনকিউবেটরে রাখতে হয়েছে। ইতোমধ্যে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। এখানে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকার মতো খরচ করতে হবে। কৃষিকাজ করে কোনোমতে টেনেটুনে সংসার চালাই। এত টাকা কোথায় পাবো?

হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ মোহাম্মদ আসলাম বলেন, ছেলে দুটির ওজন ১৮৫০ গ্রাম, একটি মেয়ের ওজন ১৭৫০ গ্রাম। অপরটির ওজন মাত্র ১৬০০ গ্রাম। জন্মের পরপর শিশুদের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দুপুরে তিনজনের অবস্থা স্বাভাবিক হয়। ছোট মেয়েটির অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে সে বিপদমুক্ত।

এদিকে বিষয়টি জানার পর জেলা প্রশাসনের মাধ্যমে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |