ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চিলমারী নৌবন্দরে ভিড়ল বিদেশি পণ্যবাহী ৩ জাহাজ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ , ০৮:৪৩ এএম


loading/img

ভারতের কলকাতা থেকে আসা তেলের পাইপবাহী তিনটি জাহাজ কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে পৌঁছেছে। এ সময় কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে ফের জাহাজগুলো আসামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুলাই) চিলমারী নৌবন্দরের প্রধান পাইলট মাহবুব মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ জুলাই) বিকেল ৪টায় জাহাজগুলো কুড়িগ্রামের চিলমারীর নৌবন্দরে পৌঁছায়। 

জানা গেছে, বুধবার বিকেল জাহাজ তিনটি চিলমারীর নৌবন্দরে পৌঁছায়। এ সময় কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে থাকে। পরে সন্ধ্যা পর কাস্টমস ক্লিয়ারেন্স পায়। এ সময় কাস্টমস ক্লিয়ারেন্স পেলেও রাতে জাহাজগুলো নৌ-বন্দরে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) যেকোনো সময় জাহাজগুলো ভারতের আসামের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিজ্ঞাপন

মো. মাহবুব মিয়া জানান, বুধবার বিকেলে কলকাতা থেকে তেলের পাইপবাহী তিনটি জাহাজ চিলমারী নৌবন্দরে পৌঁছায়। ইতোমধ্যে কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ শেষ। বৃহস্পতিবার সকালে তেলবাহী জাহাজগুলো আসামের উদ্দেশ্যে রওনা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |