নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে খোকনের পক্ষের আইনজীবীদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে জেলখানা মোড় থেকে ডিসি রোড পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলনে শুরু করে ছাত্রদলের নেতারা। এ সময় ওই ঘটনা ঘটে।
জানা গেছে, নরসিংদী ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। পরে গত ২৫ মে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এতে ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম ও সাদেকুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে নিহত সাদেকুরের ভাই আলতাফ হোসেন মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে খায়রুল কবির খোকনের আজ কোর্টে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহাগ জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।