ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সুরমা নদীতে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ, উদ্ধার ১ 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ জুলাই ২০২৩ , ০৮:৫৫ এএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জে সুরমা নদীতে গোসল করতে নেমে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুলাই) সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬) ও তুষার রায় (২৬)। তবে নিখোঁজের পর তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ নাফিস আবরার। উদ্ধারকৃত তুষার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

বিজ্ঞাপন

নিখোঁজের পর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও অন্ধকার হয়ে যাওয়ায় নিখোঁজ অবস্থায় অভিযান স্থগিত করা হয়। 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নিউটন দাশ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আমরা পানিতে ডোবার খবর পাই। সঙ্গে সঙ্গে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অপরজন নিখোঁজ আছে। রাত হয়ে যাওয়ায় অভিযান বন্ধ আছে, শনিবার আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |