কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ জুলাই) চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার জামাল হোসেনের ছেলে টিপু সোলতান (২২) ও যশোর শর্শা থানার আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।
বিজ্ঞাপন
ওসি জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে খবর আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পার্শ্ববর্তী হারবাং হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ও আহতদের উদ্ধার করেন।