ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফেনীতে বিএনপির পদযাত্রায় সংঘর্ষ, পুলিশের ২ মামলা

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ জুলাই ২০২৩ , ০২:২৬ পিএম


loading/img

ফেনীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুলাই) ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) হায়াত উল্লাহ বাদী হয়ে ওই মামলা দুটি দায়ের করেন।  

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, দুটি মামলায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি-যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৮৮ জনের নাম উল্লেখ করে দেড় থেকে ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 
 
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুলাই) ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অন্তত ২০ হাজার নেতাকর্মী শহরের ট্রাংক রোডস্থ দাউদপুর ব্রিজ-সংলগ্ন স্থান থেকে পদযাত্রা শুরু হয়। পরে পদযাত্রাটি শহরের জিরোপয়েন্টে এলে পুলিশ শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে ঘুরিয়ে দেয়। এ সময় পদযাত্রাটি ওই সড়কের ইসলামপুর রোডের মাথায় পৌঁছালে পুলিশের আরেকটি দল জেলা বিএনপির মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |