• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জনকে কোপালেন ‘নারী বিদ্বেষী’ যুবক, নিহত এক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২৩, ১৫:০৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জনকে কোপালো ‘নারী বিদ্বেষী’ যুবক, নিহত এক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় সাতজনকে দা দিয়ে কুপিয়ে জখম করেছেন এক ‘নারী বিদ্বেষী’ যুবক। এ সময় এক নারী নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় ঘাতক সিহাব মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় পৌর ভাদুঘর এলাকার সাবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভাদুঘর এলাকার সবুজ আলীর স্ত্রী আরজুদা বেগম (৫০)। আহতরা হলেন, মুখলেস মিয়া (৪৫), রাবেয়া বেগম (৫০), ওমর আলী (৮০), সাজু মিয়া (৫০), খালেদা বেগম (৪৪) ও নয়ন মণি (১৪)।

আহত নয়ন মণি জানান, বুধবার বেলা ১১টার দিকে আমরা বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম। এ সময় আমাকে দা দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তবে আমার সঙ্গের কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সিহাব প্রায় এক মাস আগে জেল থেকে বের হয়েছেন। এই লোক প্রায়ই রাস্তাঘাটে মানুষকে বিরক্ত করতো।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সিহাব ‘নারী বিদ্বেষী’ ছিলেন। প্রতিনিয়ত নারীদের রাস্তাঘাটে বিরক্ত করতো বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক যা বললেন
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত