রাজশাহীতে বিএনপির সমাবেশকে ঘিরে পাবনার নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে গেলে যুবলীগ নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে পাবনা সদরের হাজিরহাট এলাকায় ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা মারধর ও ভাঙচুর চালায় বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীতে বিএনপির সম্মেলন সফল করতে পাবনার আরিফপুর হাজিরহাটে প্রচারপত্র বিলি করতে যায় বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র জোরপূর্বক দেওয়ার চেষ্টাকরলে আমরা বাধা দেয়। এ সময় সামান্য বাগবিতণ্ডা হয়।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আগামী ২৮ জুলাই বিএনপি রাজশাহীতে সম্মেলন করবে। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজিরহাট এলাকায় যায়। সেখানে প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।