ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পাবনায় বিএনপি ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জুলাই ২০২৩ , ০৭:০৬ পিএম


loading/img

রাজশাহীতে বিএনপির সমাবেশকে ঘিরে পাবনার নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে গেলে যুবলীগ নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জুলাই) দুপুরে পাবনা সদরের হাজিরহাট এলাকায় ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা মারধর ও ভাঙচুর চালায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীতে বিএনপির সম্মেলন সফল করতে পাবনার আরিফপুর হাজিরহাটে প্রচারপত্র বিলি করতে যায় বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র জোরপূর্বক দেওয়ার চেষ্টাকরলে আমরা বাধা দেয়। এ সময় সামান্য বাগবিতণ্ডা হয়।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আগামী ২৮ জুলাই বিএনপি রাজশাহীতে সম্মেলন করবে। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজিরহাট এলাকায় যায়। সেখানে প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |