ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাকপ্রতিবন্ধী নারীকে গলাকেটে খুন 

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সোমবার, ২৪ জুলাই ২০২৩ , ১০:৫৪ এএম


loading/img
ফাইল ছবি

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে বাকপ্রতিবন্ধী এক নারীকে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুলাই) তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি শোলাকান্দি গ্রামের আলী আজগরের স্ত্রী নাসিমা বেগম (৫০)। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বের হন নাসিমা। এক পর্যায়ে নাসিমা সেখান থেকে চিৎকার দিতে থাকেন। এ সময় স্বজনরা গিয়ে দেখেন তার গলাকাটা। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এ সময় ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, সোমবার ভোরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে তৎপর রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |