ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফের ট্রেন চলবে : রেলমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ , ০১:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগামী ১ আগস্ট থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। এ ছাড়া সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কমলাপুর থেকে গ্যাংকারে চড়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১ আগস্ট (মঙ্গলবার) থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে। আর সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তার আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচলের ট্রায়ালরান হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন গত ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এ রুটে প্রতিদিন ২৬টি ট্রেনে অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |