ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ০৮:৪২ এএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুলাই) বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম (৭০) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী জয়নাল জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলুদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগান সৃজনের কাজ চলছিল। বুধবার সন্ধ্যায় আলমসহ আমরা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলাম। পরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনটি বন্য হাতি সামনে পড়ে। এ সময় একটি বন্য হাতি আলমকে আক্রমণ করে। এতে আলম ঘটনাস্থলেই নিহত হন। 

হাবিবুল হক জানান, হলদিয়ারঘোনা ঘোনা এলাকায় সরকারি বাগানে চারা রোপণের কাজ চলছিল। বুধবার সন্ধ্যায় আলম বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন। ইতোমধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের নিয়মমতো তার পরিবারে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার প্রচেষ্টা চালানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |