নওগাঁর বদলগাছী উপজেলার নজিপুর-বদলগাছী সড়কে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। এ সময় ১২ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ আগস্ট) বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই সড়কের চাকরাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নজিপুর থেকে যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
টিম লিডার মহসিন মিয়া জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। এ সময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযান শেষে, কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।