ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ওভারটেক করতে যাত্রীবাহী বাস খালে, হাসপাতালে ১২

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ , ০১:০৭ পিএম


loading/img

নওগাঁর বদলগাছী উপজেলার নজিপুর-বদলগাছী সড়কে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। এ সময় ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ আগস্ট) বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই সড়কের চাকরাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নজিপুর থেকে যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

বিজ্ঞাপন

টিম লিডার মহসিন মিয়া জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। এ সময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযান শেষে, কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |