ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পদ পেয়ে সরকারি চাকরি ছাড়ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ আগস্ট ২০২৩ , ১০:৩১ পিএম


loading/img

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ পেয়ে সরকারি চাকরি ছাড়ছেন সুমন রহমান।

বিজ্ঞাপন

বুধবার (২ আগস্ট) জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সুমন রহমান ২০১৩ সালে ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস পদে যোগদান করেন। তিনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আজ একটি আবেদন করেছেন।

এ বিষয়ে সুমন রহমান বলেন, সবকিছুর বিনিময়ে আমার ওপর অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাব। সেইসঙ্গে জেলার প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী করে গড়ে তুলব। 

নবগঠিত এ কমিটির সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, সুমন সরকারি চাকরি করতেন। এখন দলীয় পদ পাওয়ায় চাকরি থেকে ইস্তফা দেবেন বলে শুনেছি। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেন। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সুমন রহমানের ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস পদের চাকরি থেকে ইস্তফা নেওয়ার লিখিত একটি আবেদন পেয়েছি। এটি মঞ্জুরের পর তিনি আর সরকারি কর্মচারী থাকবেন না। 

দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি পদে জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক পদে সুমন রহমানের নাম ঘোষণা করা হয়েছে। 

গত ৩১ জুলাই রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়। এর আগে, গত ৯ জুলাই জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |