ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষিকা, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ আগস্ট ২০২৩ , ০৮:৩১ এএম


ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষিকা, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে এক স্কুলশিক্ষিকা নিখোঁজের ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

রোববার (৬ আগস্ট) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার বিকেলে ওই ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে ও নান্দিনা এলাকার জাহিদ আনোয়ার লিটনের স্ত্রী মাহেরা আহমেদ বিথী (২৭)। তিনি জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার দুপুরে বিথী ব্রহ্মপুত্র নদের পাড়ে হাঁটতে গেলে তার ভ্যানিটি ব্যাগ, জুতা ও মোবাইল ফোন রেখে নদে ঝাঁপ দিলে ডুবে যান।এ সময় স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার (৫ আগস্ট) বিকেলে ফায়ার সার্ভিস আবার ওই স্থানে উদ্ধার কাজ শুরু করলে সেখানেই পানির নিচ থেকে বিথীর মরদেহ পাওয়া যায়।

নিহতের স্বজনদের দাবি, জনি নামে একটি ছেলে বিথীকে উত্যক্ত করে আসছিল। এ কারণে অতিষ্ঠ হয়ে বিথী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন।

ফায়ার সার্ভিস জামালপুরের স্পেশাল অফিসার মো. রবিউল ইসলাম জানান, দুদিনের চেষ্টার পর স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission