ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভোলার ২ রুটে লঞ্চ চলাচল বন্ধ, সাগর উত্তাল 

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ আগস্ট ২০২৩ , ০২:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে ভোলার মনপুরা-ঢাকা ও ভেলুমিয়া-ধুলিয়া রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ।

বিজ্ঞাপন

রোববার (৬ আগস্ট) দুপুরে বিআইডব্লিটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাগরে ৩ নম্বর সর্তক সংকেত ও বৈরী আবহাওয়ার কারণে ভোলার সাত উপজেলাজুড়ে রোববার সকাল থেকে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়াও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল রয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। রোববার নিরাপত্তার কারণে ভোলার মনপুরা-ঢাকা ও ভোলা সদর উপজেলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া রুটের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |