ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাঙ্গামাটিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ আগস্ট ২০২৩ , ০৭:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে মাটি ধসে গেছে। তবে, এতে কোনো প্রাণহানি ঘটেনি।

বিজ্ঞাপন

সোমবার (৭ আগস্ট) রাঙ্গামাটি জেলা আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি জেলায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে শহরের ভেদভেদী লোকনাথ মন্দির-সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। তবে বাড়িতে লোকজন না থাকায় কোনো প্রাণহানির ঘটেনি।

বিজ্ঞাপন

অপরদিকে জেলার রাজস্থলী, কাউখালীসহ কয়েকটি উপজেলায় বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণে জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলে জেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত বুধবার থেকে টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ধস হয়েছে কাপ্তাই উপজেলায়। তবে, এতে কোনো প্রাণহানি ঘটেনি। পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মানুষের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে আমরা কাজ করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |