রাজধানীর গুলশান থেকে কোটি টাকা মূল্যের বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পাজেরো জিপ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে র্যাব-১ সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, বুধবার (৯ আগস্ট) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো জব্দ করা হয়েছে। দুপুরে রাজধানী উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে কারবারির নাম পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।