ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

প্রয়োজনে নিজের মার্কিন ভিসা জ্বালিয়ে দেব : কাদের মির্জা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ , ০৪:৫১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দলের প্রয়োজনে নিজের মার্কিন ভিসা জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। 

বিজ্ঞাপন

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

প্রায় ২২ মিনিটের লাইভ বক্তৃতায় আবদুল কাদের মির্জা বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রাম নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি মার্কিন ভিসানীতির ভয়ে গয়েশ্বর রায়কে ভাত খাইয়েছেন, আমান উল্লাহ আমানের জন্য ফল পাঠিয়েছে। আমি মির্জা ফখরুলকে প্রশ্ন করতে চাই, আপনার ভাষায় সরকার ভয় পেয়েছে। অন্যদিকে জননেত্রী শেখ হাসিনা স্পষ্টভাষায় ঘোষণা দিয়েছেন অবাধ-নিরপেক্ষ নির্বাচন করার। তাহলে আপনারা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছেন কেন? আপনারা জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা বন্ধ করে নির্বাচনে আসুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। তলোয়ারের নিচে যে সংগঠনের জন্ম, যেই দলের নেতা দীর্ঘ ৩০ বছর বাঙালির জন্য সংগ্রাম করেছেন, ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। তিন তিনবার ফাঁসির কাষ্ঠে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছেন। সেই নেতার কন্যা শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। সেই শেখ হাসিনা এবং তার দলের কর্মীদের কেউ ভিসানীতির ভয় দেখিয়ে, কেউ রক্তচক্ষু দেখিয়ে এবং কেউ আগুনসন্ত্রাস করে কখনও দমাতে পারবে না। আমারও আমেরিকার ভিসা আছে। দলের প্রয়োজনে যদি মনে করি, আমার সেই ভিসা সাংবাদিকদের ডেকে জ্বালিয়ে-পুড়িয়ে দেব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা (বিএনপি) যত পারেন আন্দোলন করেন। কিন্তু আন্দোলনের নামে যদি জনগণের জানমালের ক্ষতি করতে চান, আগুনসন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করতে চান, তাহলে সেটা প্রতিহত করতে পুলিশই যথেষ্ট। আর কাউকে লাগবে না।

কাদের মির্জা বলেন, গত ২৯ জুলাই চূড়ান্ত ব্যর্থ হয়ে এখন আবার তারা প্রতিবাদ সভা দিয়ে শুরু করেছে। অর্থাৎ অ-আ দিয়ে শুরু করেছে। ও-ঔ পর্যন্ত যেতে যেতে নির্বাচন শেষ হয়ে যাবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |