ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ  

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ০৩:৩২ পিএম


loading/img

মোংলা বন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে বিদেশি জাহাজ ‘এমভি উহুইউন এইচপোই’ ভিড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ আগস্ট) দুপুর থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। এর আগে একই দিন বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি ভেড়ে। 

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, গত ২ আগস্ট  বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি উহুইউন এইচপোই। 

বিজ্ঞাপন

তিনি আরও জনান, খালাসের সঙ্গে সঙ্গে এসব নির্মাণসামগ্রী (বিভিন্ন ধরনের মালামাল) নৌযানে (বার্জ) করে নদীপথে নেওয়া হচ্ছে, সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। তবে জাহাজ থেকে সব মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন।

উল্লেখ্য, গত ১৭ মে এম ভি সান ইউনিটি, ৫ মার্চ এম ভি হাইডং ৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার ও ৪ জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |