ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ট্রেনে ডাকাতির ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ , ১১:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টঙ্গীর আউটার স্টেশনে কর্ণফুলী ট্রেনে ডাকাতি ও কুপিয়ে আহত করার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. রুবেল (২৯), মো. রবিন (২৪), মো. মাসুদ (২৫)ও সাগর (২৪)। এ ঘটনায় আগে ১৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন আরও বলেন, রুবেল, রবিন ও মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা টঙ্গী এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |